ডি কককে ফেরালেন ফারুকী
লক্ষ্যটা মাত্র ৫৭ রানের। যা যেকোনো দলের জন্য খুবই সহজ কাজ। তবে, সেই সহজ কাজটা করতে গিয়ে শুরুতেই উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সাজঘরে ফিরলেন ওপেনার কুইন্টন ডি কক। নিজের প্রথম ওভারেই আঘাত করলেন ফাজালহাক ফারুকি। ভেতরে ঢোকা ডেলিভারি বড় শটের খোঁজে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন কুইন্টন ডি কক। ৮ বলে ৫ রান করেন ডি কক। ক্রিজে রিজা হেনড্রিকসের সঙ্গী হলেন এইডেন মার্করাম।
কুইন্টন ডি কককে বোল্ড করে এবারের আসরে ১৭তম উইকেট নিলেন ফাজালহাক ফারুকি।একইসঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন আফগানিস্তানের বাঁহাতি পেসার। ২০২১ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। তার সমান ইনিংসেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ফারুকী। এর আগে রেকর্ডটি ছিল অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে ৬ ইনিংসে ১৫ উইকেট নেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার। পরে ২০২২ সালে হাসারাঙ্গাও নেন ১৫ উইকেট।
এর আগে, মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটিই আফগানদের সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে থেমেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও সর্বনিম্ন স্কোর এটি। এর আগে কোনো দল একশ রানের নিচে অল আউট হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।
পাওয়ার প্লেতে ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন। কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া ধরেন ২টি করে শিকার। শেষ ৩ উইকেট নিয়ে লেজ মুড়িয়ে দেন তাবরিজ শামসি।