মেসিদের খেলা দেখলেন ব্রাজিল সাপোর্টার মীর সাব্বির
আমেরিকায় আয়োজিত কোপা আমেরিকা টুর্নামেন্টের আসরে যোগ দিয়েছেন দেশের শোবিজ তারকারা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-চিলির ম্যাচ উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ছেলেদেরকে নিয়ে আর্জেন্টিনার পক্ষ নিয়ে খেলা উপভোগ করলেন তিনি। কিন্তু তিনি বরাবরই ব্রাজিলের সাপোর্টার।
এরপর বুধবার (২৬ জুন) এক গণমাধ্যমে নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে সাব্বির বলেন, ‘এতো মানুষ জীবনে কোনো দিন সরাসরি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে। ছেলেদের শখ পূরণ করতেই নাকি অভিনেতার এমন চেষ্টা।’
সাব্বির বললেন, ‘আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা আমি প্রথমবার মাঠে বসে দেখলাম। আর এমনিতে দল হিসেবে ব্রাজিলের সমর্থক। কিন্তু আমার দুই ছেলে আর্জেন্টিনার সাপোর্টার। আসলে ওদের জন্যই এখানে খেলা দেখতে আসা।’
মেসির ব্যাপারে মীর সাব্বির বলেন, ‘মেসিকে প্রথম সামনাসামনি খেলতে দেখলাম। একজন ম্যাজিশিয়ানকে দেখলাম। আমি ব্রাজিলের সাপোর্টার হলেও কিন্তু মেসির ভক্ত। মেসির খেলা মানে হচ্ছে আমার কাছে একটা শৈল্পিক ব্যাপার। ফুটবলের তিনি শিল্পী, মহানায়ক।’
তিনি আরও বলেন, ‘মেসির খেলা সামনাসামনি দেখার সুযোগটা আমার বড় ছেলে ফারশাদের কারণে সম্ভব হয়েছে। সে আমার কাছে একটা গিফট চেয়েছিল, তা হচ্ছে মাঠে বসে মেসির খেলা দেখা। বলে, বাবা আমাকে মেসির খেলা দেখার সুযোগ করে দিও।’
দুই সন্তানকে নিয়ে যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন তার প্রতিটার টিকিটের দাম ৫০০ ইউএস ডলার। অর্থাৎ তিনজনের টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় দেড় লাখেরও বেশি।
কোপা আমেরিকার এই ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে ১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-চিলির এই ম্যাচে হাজির ছিলেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাসনিয়া ফারিণও।