শুরুতেই জোড়া ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
প্রথম শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৭৭ রান। যা ভারতের মতো বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে বেশ কঠিন। সেই কাজটাই আরও কঠিন করে দিলেন পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন প্রোটিয়া ওপেনার রেজা হেনরিখসকে।
জাসপ্রিত বুমরাহর বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন রেজা হেনড্রিকস। ৫ বল খেলে ১ চারে ৪ রান করে যান তিনি। এরপর তৃতীয় ওভারে ফেরেন অধিনাক এইডেন মার্করাম। আর্শদীপ সিং এর বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা রিশাভ পন্থের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি।
এর আগে, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল ও শিবম দুবের ব্যাটে ভর করে ফাইনালে লড়াকু সংগ্রহ দাঁড় করেছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে তারা তুলেছে ১৭৬ রান। কোহলি ৫৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন। অক্ষর ৩১ বলে ১টি চার ও ৪ ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। আর দুবে ১৫ বলে ৩টি চার ও ১ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন। বল হাতে প্রোটিয়াদের কেশব মহারাজ ৩ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মার্কো জেনসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।
গত এক বছরে আইসিসির তিনটি প্রতিযোগিতার ফাইনালে খেলেছে ভারতীয়রা। কিন্তু ট্রফি অধরাই রয়ে গিয়েছে। এবার কি সেই অধরা ট্রফি ধরা দেবে রোহিত শর্মার হাতে? নাকি প্রোটিয়ারা প্রথমবারের মতো শিরোপা জিতে শাপমোচন করবে। সব প্রশ্নের উত্তর পেতে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা।