রোহিতদের 'অবিশ্বাস্য অঙ্কের' বোনাস দিচ্ছে বিসিসিআই
বিরাট কোহলি-রোহিত শর্মাদের হাত ধরে প্রায় ১৩ বছর পর কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। যা বিসিসিআইয়ের জন্যও বড় এক অর্জন বটে। তাইতো আনন্দের রেশ থাকতেই পুরো দলকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। যা আইসিসির দেওয়ার অর্থের ছয়গুনেরও বেশি।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কোনটি? এমন প্রশ্নের উত্তার মোটামুটি সবারই জানা। ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে ভারতের বিসিসিআই সবচেয়ে বেশি অর্থের মালিক। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর সেটা ফুটে উঠল আরও একবার।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতা ভারতকে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার দিয়েছে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি। আর বিসিসিআই দিচ্ছে মোট ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার। যা ক্রীড়াজগতের ইতিহাসে এক রেকর্ড বটে।
বিসিসিআই সেক্রেটারী জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের পক্ষ থেকে ঘোষণাটি দেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’
বিশ্বকাপ ফাইনালের সময় মাঠেই ছিলেন জয়। বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাসে মাতেন। বিরাট, রোহিত, হার্দিক পান্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। পরে সাজঘরে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচ সেরা ক্যাচের পুরস্কারও দেন তিনি।