এলপিএলে যেভাবে দেখবেন তাসকিন-মুস্তাফিজদের ম্যাচ
বিশ্বকাপের ব্যস্ততা শেষ হলেও ক্রিকেটের ব্যস্ততা ফুরায়নি। শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হচ্ছে আজ সোমবার (১ জুলাই) থেকে। এবারের এলপিএলে খেলবেন বাংলাদেশের তিন তারকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
১ জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। মুস্তাফিজকে নিয়েছে ডাম্বুলা সিক্সার্স। দুজনকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভেড়ায় দুই ফ্র্যাঞ্চাইজি। আর আগে থেকে মুস্তাফিজের দলে আছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশিরা থাকায় টুর্নামেন্ট নিয়ে রয়েছে ভক্তদের আগ্রহ। কোথায় ও কীভাবে তাদের খেলা দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ও জিজ্ঞাসা।
বাংলাদেশে এলপিলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি খেলা দেখা যাবে টি-স্পোর্টসের অ্যাপেও। ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কও দেখাবে এলপিএলের ম্যাচগুলো।
টুর্নামেন্টে প্রথম দিনে আজ মাঠে নামবে মুস্তাফিজ-হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স। প্রতিপক্ষ ওয়ানিন্দু হাসারাঙার ক্যান্ডি ফ্যালকনস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এলপিএলে মুস্তাফিজ ও তাসকিনদের ম্যাচের সূচি—
১ জুলাই, ক্যান্ডি ফ্যালকনস বনাম ডাম্বুলা সিক্সার্স, রাত ৮টা
২ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স, রাত ৮টা
৩ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম জাফনা কিংস, বেলা সাড়ে তিনটা
৩ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম গল মারভেলস, রাত ৮টা
৬ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স, বেলা সাড়ে ৩টা
৬ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম জাফনা কিংস, রাত ৮টা
৭ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম গল মারভেলস, বেলা সাড়ে ৩টা
৭ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম কলম্বো স্ট্রাইকার্স, রাত ৮টা
৯ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম গল মারভেলস, রাত ৮টা
১০ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস, বেলা সাড়ে তিনটা
১৪ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম গল মারভেলস, বেলা সাড়ে তিনটা
১৪ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস, রাত ৮টা
১৫ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা স্ট্রাইকার্স, বেলা সাড়ে তিনটা
১৬ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম ডাম্বুলা স্ট্রাইকার্স, রাত ৮টা