মুস্তাফিজ-হৃদয়কে নিয়েই দল সাজাল ডাম্বুলা
টি-টোয়েন্টি বিশ্বকোপের ক্লান্তি শেষ না হতেই আবারও ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের দুই তারকা আজ সোমবার (১ জুলাই) মাঠে নেমেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। শ্রীলঙ্কার ঘরোয়া এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন তিনজন বাংলাদেশি—মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। তারমধ্যে প্রথম দুজন আজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে। এলপিএলের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা মোকাবিলা করছে ক্যান্ডি ফ্যালকনসের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আশানুরূপ ফল করতে পারেনি। তবে, ব্যাটিংয়ে উল্টো চিত্র দেখা গেছে তাওহিদ হৃদয়ের বেলায়। প্রতিটি ম্যাচেই তিনি চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরতে। তার হাল না ছাড়ার মানসিকতার প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্লেষক। ব্যাটিংয়ে ভরাডুবির বিশ্বকাপে হৃদয়ই বাংলাদেশের সেরা ব্যাটার।
বিশ্বকাপে সাত ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে আসে ১৫৩ রান। স্ট্রাইক রেট ১২৮.৫৭। মিডল অর্ডারে দলের বড় ভরসা ছিলেন তিনি। তার ওপর আজ আস্থা রেখেছে ডাম্বুলাও।
অন্যদিকে, বল হাতে মুস্তাফিজ ছিলেন বেশ ছন্দে। সাত ম্যাচে পেয়েছেন আট উইকেট। খুব বেশি উইকেট না পেলেও ডেথ ওভারে মিতব্যয়ী ছিলেন তিনি। ওভারপ্রতি রান দেওয়াতেও ছিলেন বেশ কৃপণ, মাত্র ৫.৪৬ রান দিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ বোলিং ফিগার সাত রানে তিন উইকেট।