এলপিএলে হৃদয়-মুস্তাফিজের বাজে দিন
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মোটামুটি ছন্দেই ছিলেন তাওহিদ হৃদয়। মুস্তাফিজুর রহমানের বলেও ছিল ধার। কিন্তু সেই ছন্দটা লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম দিন রাখতে পারলেন না দুজনই।
এবারের এলপিএলে দুজনেই খেলছেন ডাম্বুলা স্ট্রাইকার্সের হয়। দলের প্রথম ম্যাচে একাদশেও সুযোগ পেয়ে যান তাওহিদ-মুস্তাফিজ। কিন্তু একজনও দেখাতে পারলেন না পারফরম্যান্সের ছটা।
শুরুতে হতাশ করেন হৃদয়। ডাম্বুলার হয়ে ব্যাট করতে নেমে ১ রানেই এলবির শিকার হন তাওহিদ। দুই বল ফেস করা হৃদয়কে নিজের এলবির ফাঁদে ফেলে বিদায় করেন দাসুন শানাকা।
তবুও ব্যাট করতে নেমে ডাম্বুলা পায় ৪ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ। এরপর বোলিংয়ে হতাশ করেন মুস্তাফিজ। যদিও তার বোলিংয়ের শুরুটা দারুণ করেন কাটার মাস্টার।
প্রথম বলেই পেয়ে যান উইকেট। মোহাম্মদ হারিসকে বিদায় করে ডাম্বুলাকে সামইয়িক স্বস্তি দেন মুস্তাফিজ। এর পর হয়ে ওঠেন অস্বস্তির কারণ। মাত্র ৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ফেলেন বাংলাদেশি তারকা।
এমন ম্যাচে ডাম্বুলাও জিততে পারেনি। ডাম্বুলার ১৭৯ রানের পুঁজি ছাপিয়ে ১৬ বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় ক্যান্ডি ফ্যালকন্স। সবমিলিয়ে বাংলাদেশি দুই তারকাই এলপিএলে নিজের প্রথম ম্যাচ ভুলে যেতে চাইবেন।