সুনির্দিষ্ট আইন মেনেই শফিক রেহমানকে গ্রেপ্তার
সুনির্দিষ্ট আইন মেনেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলেই তাঁর বিচার হবে।
আজ রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্ট্রারদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, শফিক রেহমান দোষী প্রমাণিত না হলে তিনি মুক্তি পাবেন।
জেলা রেজিস্ট্রারদের জন্য এই প্রথম প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানান আনিসুল হক। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান যাতে রেজিস্ট্রাররা জনকল্যাণে কাজে লাগাতে পারেন, মন্ত্রী তাঁদের সেই পরামর্শ দেন। ভ্রাম্যমাণ আদালত প্রচলিত বিচারব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে সম্প্রতি প্রধান বিচারপতির দেওয়া মতের বিরোধিতা করেন আইনমন্ত্রী।
গতকাল শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় এই সিনিয়র সাংবাদিককে গ্রেপ্তার দেখায় ডিবি। পরে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নিন্দা জানিয়েছেন।