জেনে নিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি
ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান কারোরই। টি-টোয়েন্টি বিশ্বকাপে একদল বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। বাংলাদেশ উঠেছিল সুপার এইটে। সেমি ফাইনালে যাওয়ার সুযোগ পেলেও হাতছাড়া হয় সেটি। রঙিন পোশাকের হতাশা কাটিয়ে এবার সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে দুদল।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ শুক্রবার (৫ জুলাই) সিরিজের সময়সূচি নিশ্চিত করেছে তারা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে নিজ দেশে বাংলাদেশকে আতিথ্য দেবে পাকিস্তান। অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট চলবে আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। চারদিন বিরতি দিয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই সিরিজ নিয়ে সম্প্রতি নিজের একটি বক্তব্যে সাকিব আল হাসান জানিয়েছেন, আপাতত তার ভাবনা পাকিস্তান সিরিজ। এরপর ভাববেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। মূলত, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে কথা উঠেছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে। তখনই এ কথা বলেন সাকিব। সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি ফ্র্যাঞ্চাইজি লিগের কথাও বলেছিলেন তিনি। তবে, জাতীয় দলের ক্ষেত্রে এখন সাকিবের প্রাধান্য পাকিস্তান সফরকে ঘিরে।