শফিক রেহমানের মুক্তির দাবি সাংবাদিক নেতাদের
প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিকরা।
আজ রোববার এক বিবৃতিতে নেতারা ৮৩ বছরের বয়োবৃদ্ধ সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন, যে অভিযোগের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তা আমাদের কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছে।
‘শফিক রেহমান তাঁর লেখনীর মাধ্যমে গণতন্ত্র ও সুশাসনের জন্য লড়াই করেছেন। তাঁর গ্রেপ্তার স্বাধীন মতপ্রকাশের ওপর চরম আঘাত’, যোগ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আমানুল্লাহ কবীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশের) সভাপতি গোলাম মহিউদ্দিন খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের (একাংশের) মহাসচিব সৈয়দ মেজবাহ উদ্দিন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল।
গতকাল শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় এই সিনিয়র সাংবাদিককে গ্রেপ্তার দেখায় ডিবি। পরে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।