শেষ ম্যাচ খেলে ফেললেন রোনালদো? যা বললেন পর্তুগালের কোচ
টুর্নামেন্ট শুরুর আগেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, এটাই তার শেষ ইউরো। স্বাভাবিকভাবেই রোনালদোর শেষ ইউরো নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল ভক্তদের। তবে, ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থেমেছে পর্তুগিজ মহাতারকার যাত্রা। জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও অনেকের ধারণা এটাই পতুর্গালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ। এই বিষয়ে এবার মুখ খুললেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেস।
পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে ১৩০ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি। বেশি ম্যাচও কেউ খেলেনি। তবে জার্মানিতে এবার ইউরোয় নিজের সেরা ছন্দে ছিলেন না রোনালদো। টাইব্রেকার ছাড়া লক্ষ্যভেদ করতে পারেননি। বড় মাপের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারই প্রথম গোলহীন থেকেই বিদায় নিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষ হওয়ার পর মার্টিনেস বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
বিশ্বকাপের টানা পাঁচ আসরে গোল করা একমাত্র ফুটবলার তিনি। অবসর না নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেললে রেকর্ডটি আরও বাড়ানোর সুযোগ থাকবে রোনালদোর। কিন্তু তখন রোনালদোর বয়স হবে ৪১। এই বয়সে তার খেলার সম্ভাবনা অনেকেই দেখছেন না।
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তার সতীর্থ পেপে টিভি চ্যানেল ক্যানাল ১১কে বলেছেন, ‘আমি এটা জনসমক্ষে বলব না। তবে আমরা কষ্টটা টের পাচ্ছি। অনেকে যা ভাবছে তার বিপরীত। ম্যাচটি জিততে না পারার হতাশা পোড়াচ্ছে আমাদের। দলে অনেক ভালো প্রতিভা আছে জানার পরও এমন বড় একটি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে, এ কষ্টই আমাদের পোড়াচ্ছে।’