এবারে টেকসই রেটিং পেল ১০ ব্যাংক
দেশের ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাসটেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় ২০২৩ সালে ১০টি ব্যাংক ও তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
উল্লেখ্য পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে টেকসই রেটিংয়ের তালিকা করা হয়। এগুলো হলো- টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক এবং ব্যাংকিং সেবার পরিধি।
কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ এবারের (২০২৩ সাল) জন্য যেসব ব্যাংকের নাম প্রকাশ করেছে, সেখানে রয়েছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক। এবারে রেটিংয়ে স্থান পাওয়া তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হলো- আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স।
এর আগের বছর ২০২২ সালে সাতটি ব্যাংক ও চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছিল। ওই বছরের রেটিং তালিকায় ছিল ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং, বাংলাদেশ ফাইন্যান্স ও লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স।