পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় শতবার্ষিক উদযাপন পরিষদ গঠন
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শতবার্ষিক উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কমিটি গঠন করা হয়।
কমিটির প্রেসিডেন্ট হয়েছেন প্রফেসর ড. শুকদেব চন্দ্র মজুমদার, ভাইস প্রেসিডেন্ট সুমন্ত্র কুমার বিশ্বাস ও রঞ্জন বিশ্বাস। সেক্রেটারি জেনারেল অরুণ কুমার বিশ্বাস ও জয়েন্ট সেক্রেটারি বীরেশ্বর মধু। অরগানাইজিং সেক্রেটারি রণজিৎ অধিকারী, ট্রেজারার প্রবীর কুমার হালদার, পাবলিকেশন্স সেক্রেটারি সবুজ চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি মিলন মধু, অফিস সেক্রেটারি সুমন মধু ও টুলু ভূষণ মধু, লজিস্টিকস পারসন প্রশান্ত মল্লিক, সহকারী লজিস্টিকস অনুপ হালদার, গবেষণা ও উন্নয়ন সুশান্ত বালা।
কালচারাল সেক্রেটারি প্রশান্ত মধু, উইমেনস সেক্রেটারি ড. কল্পনা হালদার ও সঙ্গীতা বিশ্বাস। প্ল্যানিং সেক্রেটারি : বিলাস হালদার ও রামানন্দ হালদার। সিকিউরিটি সাব-কমিটির সদস্যরা হলেন মিলন মল্লিক, সোহাগ ঢালী ও অধীর সরকার। পাবলিসিটি কমিটির সদস্যরা হলেন রবীন্দ্রনাথ হালদার, তাপস বালা ও অসীম কুমার জয়ধর।
এই কমিটির অন্তর্বর্তী সংযোজন বা ‘কো-অপ্ট’ (প্রয়োজন ও আগ্রহ সাপেক্ষে) কার্যক্রম চলমান থাকবে। একটি সুষ্ঠু অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নতুন উপকমিটি ও সদস্যগণ অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়া একটি ‘অ্যাডভাইজরি কমিটি’গঠন করা হবে।
প্রসঙ্গত, ১৯২৫ সালে রামশীল ইউনিয়নের জহরেরকান্দিতে প্রয়াত বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী শশীভূষণ মধু পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেশভাগ তথা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বিদ্যালয়ে অনেক গুণী মানুষ লেখাপড়া করেছেন। যাঁরা কোটালীপাড়ার ভৌগোলিক সীমানা পেরিয়ে জাতীয় পরিচয়ে পরিচিতি পেয়ে, অগ্রগণ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।