রহস্যজনক পোস্টে কী ইঙ্গিত দিলেন শান্ত?
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটাররা একেকজন সুপার হিরো। তাদের অনুসরণ, অনুকরণের পাশাপাশি আদর্শ মানেন অনেকে। চলমান কোটা সংস্কার আন্দোলনে তাদের পাশে পাওয়ার আশা করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ তারকাদের পাশে পাওয়া না পাওয়া নিয়ে দেখা গেছে অসংখ্য পোস্ট।
জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম আজ মঙ্গলবার (১৬ জুলাই) যার যার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়েছেন। দুজনই শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তারা রক্তপাত চান না।
একই দিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে অবশ্য সরাসরি কিছু বলেননি তিনি।
বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন– ‘আই ওয়াজ কোয়াইট, বাট আই ওয়াজ নট ব্লাইন্ড।’ যার বাংলা করলে দাঁড়ায়– ‘আমি চুপ ছিলাম, কিন্তু অন্ধ নয়!’ জেন অস্টিনের এই লাইনটি শান্ত ক্যাপশন হিসেবে দিয়েছেন তার শেয়ার করা একটি ছবিতে।
শান্তর এই পোস্ট সম্পর্কে ধারণা করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সার্বিক চিত্র তিনি দেখছেন। তবে, কিছু বলছেন না এর মানে এই নয়, তিনি অবগত নন।
এদিকে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। আজও অব্যাহত রয়েছে আন্দোলন কর্মসূচি। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। ফলে, রাজধানীর অধিকাংশ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।