রিশাদের টেস্ট খেলার ইস্যুতে যা বললেন অধিনায়ক
রঙিন পোশাকে গত এক বছরে বাংলাদেশ দলের অন্যতম নিয়মিত মুখ রিশাদ হোসেন। অল্প সময়েই লেগ স্পিনারের হাহাকার মিটিয়েছেন অনেকটা। পাশাপাশি ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারেও দিচ্ছেন ভরসার প্রতিদান। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে নিয়মিত হলেও টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক ঘটেনি রিশাদের।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের তরুণ তারকা রিশাদকে কবে দেখা যেতে পারে সাদা পোশাকে? সেই প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ঢাকায় আজ মঙ্গলবার (১৬ জুলাই) একটি অনুষ্ঠানের অতিথি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। সেখানে রিশাদকে নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি জানান, এই মুহূর্তে রিশাদের টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা নেই।
শান্ত বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে লাল বলে (টেস্টে লাল বলে খেলা হয়, ওয়ানডেতে সাদা) খেলার জন্য রিশাদ এখনও প্রস্তুত। আর সে খেলবে কি না, তা আমাকে জিজ্ঞেস না করে নির্বাচকদের কাছে জানতে চাইলেই ভালো। তারা যা ভালো মনে করেন। তবে, আমার মতে রিশাদের এখন টেস্টে খেলার সম্ভাবনা নেই।’
সাদা পোশাকে কেমন করবেন রিশাদ, সেটি বলবে সময়ই। তবে, রঙিন পোশাকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। অনুমীলনেও ঘাম ঝরাচ্ছেন সম্প্রতি বিয়ে করা নীলফামারির এই তরুণ। অল্প সময়েই বাংলাদেশের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ২২ বছর বয়সী রিশাদ।