শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহসভাপতি দেলোয়ার হোসেন শিমুল, আব্দুল্লাহ আল খালেদ, সোহেল আদনান, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, ছাত্রদলনেতা আব্দুল আজিজ মিশু, হাছিবুর রহমান অভি, মাইনুল হাসান শাওন প্রমুখ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা রাজাকার আখ্যায়িত করেন। এর প্রতিবাদে যখন সারা দেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তখন আওয়ামী লীগের নির্দেশেই ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের ছাত্রদল নেতাসহ কয়েকজন মারা গেছে। শত শত শিক্ষার্থী আহত হয়েছে। সেই বিচার না করে তারা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে।