ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পিসিবির কঠোর ব্যবস্থা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরই বড় পরিবর্তনের ইঙ্গিত মেলে। ক্রিকেটারদের অপ্রত্যাশিত পারফরম্যান্সে যে কতটা ক্ষুব্ধ পিসিবি তার প্রমাণ মিলেছে কঠোর সব সিদ্ধান্তে। এক বোর্ড সভায় ক্রিকেটারদের বাগে আনতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুসারে, সোমবার এক সভায় জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এত দিন চুক্তি তিন বছরের জন্য করা হলেও এখন থেকে এক বছরের চুক্তি করবে বোর্ড। শুধু তাই নয় প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স, ও আচরণ সবকিছু খতিয়ে দেখা হবে।
বেশ কিছু দিন ধরেই বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। তাই এ ব্যাপারে আর ছাড় দিতে রাজি নন পিসিবি কর্তারা। এখন থেকে কেন্দ্রীয় এবং ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে তিন মাস অন্তর বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষা দিতে হবে। দলে নির্বাচনের সময় গুরুত্ব দিয়ে দেখা হবে সেই ফিটনেস রিপোর্ট। শুধু অতীত পারফরম্যান্স বিচারে কারও জায়গা হচ্ছে না দলে।
এখানেই শেষ নয়, বিদেশি লিগে খেলতে যাওয়ার আগে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করা হয়েছে ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে বিদেশি লিগে খেলা যাবে না। চেয়ারম্যান মহসিন নাকভি ছাড়াও বৈঠকে ছিলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ গ্যারি কার্স্টেন, লাল বলের ক্রিকেটের কোচ জেসন গিলেসপি, সহকারী কোচ আজহার মাহমুদ, দুই নির্বাচক মহম্মদ ইউসুফ এবং আসাদ শফিক।