২০২৭ বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত-কোহলি?
কদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার দায়িত্ব নেওয়ার আগে থেকেই দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির দলে সুযোগ পাওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবার এই বিষয়ে গণমাধ্যমে নিজের ভাবনা জানালেন গম্ভীর।
ভারতের নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ২০২৭ বিশ্বকাপে রোহিত ও কোহলির খেলা প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এই দুই ক্রিকেটারের কাছে এখনও দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। আমি মনে করি, তারা বড় মঞ্চে কী দিতে পারে তা দেখিয়েছে। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। তারা আমাদের জন্য এখনও অপরিহার্য।’
ভারতীয় কোচ আরও যোগ করেন, ‘আশা করি, তারা যদি তাদের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপও খেলবে। তবে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে পারবো না তাদের মধ্যে কতটা ক্রিকেট বাকি আছে। শেষ পর্যন্ত এটা খেলোয়াড়দের উপর নির্ভর করে, কতটা পারবে। এটা ভালো বিষয় যে, তারা দলের সাফল্যে সবসময় অবদান রাখে।’
আগামী বছরের শুরুতেই পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। পাকিস্তানে গিয়ে ভারতের খেলা নিয়ে সংশয় থাকলেও সেই আসরে এই দুই তারকার সার্ভিস চান গম্ভীর। দেড় যুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সময়ের অন্যতম সেরা এই দুই ক্রিকেটারের।