আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু
অপেক্ষার প্রহর শেষের দিকে। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত অলিম্পিক গেমস। আসরের শুরুর আগের দিনই অভিযান শুরু করছে বাংলাদেশ। আর্চারি ইভেন্ট দিয়ে আজ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক মিশন শুরু করছে বাংলাদেশ।
আর্চার মোহাম্মদ সাগর ইসলাম আজ প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে অনুষ্ঠিতব্য পুরুষ ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রথম বাধা অতিক্রম করতে পারলে সাগর আগামী ৩০ জুলাই খেলবেন পরের পর্ব।
বাংলাদেশ আর্চারি দলের কোচ জার্মান মার্টিন ফ্রেডরিক এক বার্তায় বলেন, ‘তিনদিন যাবত আমরা এখানে (প্যারিস) আছি। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি।’
ভেন্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোচ বলেন, ‘পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত।’
মার্টিন আরও জানান, তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনও চলছে। সাগর অবশ্য আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছে এবং সে খেলার জন্য প্রস্তুত।
এদিকে, শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাই পর্বে অংশ নেবেন।
সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন।
ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্ট বাছাইপর্বে অংশ নেবেন।