আর্চারিতে যেমন গেল সাগরের প্রথম রাউন্ড
প্যারিস অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাগর ইসলাম। তার দিকেই তাকিয়ে দেশের ক্রীড়াপ্রেমীরা। আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি প্যারিস অলিম্পিক-২০২৪-এর মূলপর্ব। এর আগেই অবশ্য শুরু হয়েছে বিভিন্ন ইভেন্টের প্রাথমিক লড়াই। আর্চারি এর মধ্যে একটি। অলিম্পিকের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ ইভেন্ট এটি।
এই ইভেন্টের প্রথম পর্বে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) মাঠে নামেন সাগর। তবে, খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। প্রতিযোগিতায় ৬৪ জনের মধ্যে হয়েছেন ৪৫তম। রিকার্ভ এককের র্যাঙ্কিং রাউন্ডে আর্চার সাগর তুলেছেন ৬৫২ স্কোর।
পরের রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন সাগর। তহার প্রতিপক্ষ ইতালির মাউরো নেসপোলি। এই রাউন্ডে ৬৭০ স্কোর করে নেসপোলি হয়েছেন ২০তম। সর্বশেষ টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন ইতালিয়ান এই তারকা আর্চার।
অন্যদিকে, নারীদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারি র্যাঙ্কিং রাউন্ডে আজ বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা লিম সিহইয়েওন। সম্ভাব্য সর্বোচ্চ ৭২০ এর মধ্যে তার স্কোর ৬৯৪। ভেঙেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে করা ক্যাং চাইয়ংয়ের ৬৯২ স্কোরের রেকর্ড।