‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান রিমান্ডে, মুক্তির দাবি তারকাদের
কোটা আন্দোলন চলাকালে ‘আওয়াজ উডা’ শিরোনামের গানে কণ্ঠ দেওয়া তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই গানের জন্যই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ।
গত ১৮ জুলাই গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনও সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই’
এদিকে হান্নানের গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে বেশ ক’জন শিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।
বুধবার ৩১ জুলাই হান্নানকে গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে আসতেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই পোস্টে একটি বিপ্লবী পোস্টার শেয়ার করে নির্মাতা লেখেন, 'আওয়াজ ওডা, বাংলাদেশ- গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ- পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!'
ফারুকী আরও যোগ করেন, ‘আওয়াজ উডা গানটির জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আমরাও গেয়ে উঠছি- ‘আওয়াজ উডা’।’
সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা 'সেইভ বাংলাদেশি স্টুডেন্টস'।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।
প্রতিবাদ জানিয়ে অভিনেতা খাইরুল বাসার ফেসবুকে লিখেছেন, ‘বুকে কালকে মেডেল ঝুলবো। এই বুকে আইজকা গুলি ক্যা?’ একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনদিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ সংক্রামক।’
দেশের জাতীয় একটি গণমাধ্যমের কার্ড শেয়ার করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনটি প্রশ্নসূচক চিহ্ন দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কথা বলা যাবে না?’
হান্নানের গ্রেফতারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র্যাপার মুহম্মদ শেজানের গ্রেফতারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি র্যাপ গান প্রকাশ করেন। গানটির নাম ‘কথা ক’। এই গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন অবস্থান করছে দুই নম্বরে।