‘চলো ভুলে যাই’ গানে কাঁদছে নেটিজেনরা : কারণ জানালেন নর্থ সাউথের পারশা
কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নামতে চেয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারশা মাহজাবীন। তবে শারীরিক অসুস্থতার কারণে নামতে পারেনি। তাই গানে গানে সহপাঠীদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পারশা মাহজাবীনের ‘চলো ভুলে যাই’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূরসহ অনেকেই গানটি শেয়ার করে পারশার প্রতি ভালোবাসা জানিয়েছেন।
পারশা মাহজাবীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চারপাশের অবস্থা দেখে মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। কয়েক দিন ধরেই নানা ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল; ফলে সময় বেশি লাগেনি। মনের চাপা কষ্ট থেকে গানটা লিখেছি। ১০ মিনিটের মধ্যে ‘চলো ভুলে যাই’ লিখে ফেলি।’
২৮ জুলাই রাত আড়াইটার দিকে ফেসবুকে পোস্ট করেন গানটি। ঘুম ভেঙে সকালে দেখলেন, লাখো মানুষ গানটা শুনছেন। পারশা বললেন, ‘আমি এতটা ভালোবাসা পাব, কখনো প্রত্যাশা করিনি। এত বড় বড় মানুষ গানটা শুনবেন, বাহ্বা দেবেন, কল্পনাও করিনি। কারণ, ভিউয়ের জন্য নয়, নিজের ভাব প্রকাশের জন্য গানটা করেছি। এত মানুষ গানটা শুনবেন, এত কিছু ভেবেচিন্তে কাজটা করা হয়নি।’
গানটি কেন এত মানুষের ভেতর ছড়িয়ে পড়েছে বলে মনে করেন? জানতে চাইলে পারশা বলেন, ‘গানের কথাকেই তুলে আনছেন অনেকে। কারণ গানের প্রতিটি বাক্যের ঘটনার সাক্ষী আমরা। প্রতিটি বাক্যের পেছনে আরও ৫০টা বাক্য মানুষের জানা আছে। ফলে শ্রোতারা সহজেই গানটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন।’