আইনশৃঙ্খলা বাহিনীকে জনতার কাতারে নেমে আসার আহ্বান সাবেক সেনাকর্মকর্তাদের
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের সাধারণ জনতার কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেনে বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, ‘দেশের ছাত্র জনতার বুকের ওপর আর একটা গুলিও ছুঁড়বেন না। আমাদের সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান, সময় নেই- চলে আসুন জনতার কাতারে। আমরা সবাই মিলে দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করি। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি করি।’
আজ শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সংহতি প্রকাশ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিরসহ ৩৫ জনের মতো সাবেক সেনা কর্মকর্তা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ‘আমাদের সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক। মানুষ মনেপ্রাণে বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে। জাতির কঠিন সময়ে সেনাবাহিনী বলিষ্ঠ ও সময়োপযোগী ভূমিকা রেখেছে। বর্তমান সরকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘দেশের শিক্ষার্থীরা আমাদেরই সন্তান। আজ আমাদের সন্তানদের পাখির মতোই গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মায়ের সামনে সন্তানকে, বোনের সামনে ভাইকে, বাবার কোলে থাকা শিশু সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বর্বরতার বিচার হতে হবে। আমি আমাদের সেনাবাহিনীর ভাইদের জনতার কাতারে শামিল হওয়ার আহ্বান জানাই।’
হাসান নাসির বলেন, আমরা কার কাছে বিচার চাইবো? খুনির কাছে খুনের বিচার চাওয়ার প্রশ্নই আসে না। খুনি কখনোই খুনের বিচার করতে পারে না। এ খুনি সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে, দেশটা তত তাড়াতাড়ি মুক্ত হবে।