প্রাক-মৌসুমের এল ক্লাসিকোতে শেষ হাসির বার্সার
যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগে হওয়া তিনটি এল ক্লাসিকোর সব কটিতেই জিতেছিল বার্সা। এবার ইতিহাস বদলানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। দাপুটে জয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা চার এল ক্লাসিকোতে শেষ হাসির বার্সার।
আজ রোববার (৪ আগস্ট) যুক্তরাষ্টের মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। দলটির জয়ে নায়ক জোড়া গোল করা পাউ ভিক্টর। প্রথমার্ধের ৪২ ও দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বার্সার হয়ে জোড়া গোল করেন তিনি। রিয়ালের হয়ে ৮২ মিনিটে একমাত্র গোলটি করেন নিকো পাজ।
মাঠের লড়াইয়ে পরিসংখ্যানের দিক থেকে প্রায় কাছাকাছিই ছিল দুই দল। ম্যাচে রিয়ালের দখলে বল ছিল ৫১ শতাংশ এবং বার্সার দখলে ছিল ৪৯ শতাংশ। রিয়াল ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি, গোল পায় ১টি। বার্সা ১১ শটের ৬টি ছিল লক্ষ্যে রেখে ২ গোল আদায় করে নেয়।
বজ্রপাতের হানায় এক ঘণ্টারও বেশি সময় খেলা স্থগিত থেকেছে। মাঠে খেলা শুরু হলে দাপট দেখাতে শুরু করেন ভিক্টর। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কাতালানরা। পিছিয়ে ছিল না রিয়ালও। তবে, তারাও কিছুতেই জালের দেখা পায়নি। শেষমেশ ম্যাচের ৪২তম মিনিটে প্রথম গোলটি করেন পাউ ভিক্টর। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
এরপর ম্যাচের ৫৪তম মিনিটে সেই পাউ ভিক্টর আদায় করেন দ্বিতীয় গোল। ভালের দারুণ এক পাসে বল জালে জড়ান। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ম্যাচের শেষদিকে বার্সার অরক্ষিত রক্ষণে সুযোগে ব্যবধান ২-১ করেন নিকো পাজ। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে কর্নার থেকে হেড করে জাল কাঁপান তিনি। যদিও লাভ হয়নি তাতে। বার্সা জয় নিয়েই মাঠ ছেড়েছে।