রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় সংঘর্ষ
রাজধানীর জাতীয় প্রেসক্লাব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড় ও তোপখানা রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) হাজারও শিক্ষার্থীর ধাওয়ায় পুলিশ, ছাত্রলীগ, বিজিবি, আওয়ামী লীগ ও সেগুনবাগিচার অলিগলিতে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলি থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনের পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে।
আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের তোদের রক্ষা নেই’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে, রাজধানীর শাহাবাগসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ছাড়া মুন্সীগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছে।