পোস্ট ডিলিট করে লাভ নেই, স্ক্রিনশট আছে : সোহান
স্বৈরাচার পতন আন্দোলনে শুরু থেকেই ছাত্র-জনতার সঙ্গে একাত্ম ছিলেন নুরুল হাসান সোহান। জাতীয় দলের এই ক্রিকেটার অব্যাহত রেখেছিলেন প্রতিবাদের ভাষা। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট পতদ্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
স্বৈরাচারের বিপক্ষে গোটা দেশ ফুঁসলে উঠলেও এ সময় নীরব ছিলেন অনেকেই। কেউ কেউ বিতাড়িত আওয়ামী লীগ সরকারের পক্ষেও পোস্ট দিয়েছিলেন। সেসবে ছিল সাধারণ মানুষকে রুখে দেওয়ার হুমকি। এখন দল যখন ক্ষমতায় নেই, মুহূর্তে খোলস বদলে ফেলছেন অনেকে। সামাজিক মাধ্যমে পোস্টগুলো ডিলিট করছে, সুর বদলাচ্ছে।
এসব নিয়ে আবারও সরব সোহান। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ভাইয়ারা পোস্ট ডিলিট করে লাভ নাই। স্টুন্ডেন্টদের কাছে স্ক্রিনশট আছে।’ এটি সুবিধাবাদীবাদের ইঙ্গিত করে দিয়েছেন, তা স্পষ্ট।
এছাড়া আরও একটি পোস্ট দেন সোহান। দেশের স্বাধীনতা রক্ষা করা এবং ভাবমূর্তি ঠিক রাখার আহ্বান জানান তিনি। সোহান বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা এখন রক্ষা করাটা বেশি জরুরী। তাই, আমরা এমন কিছু না করি যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। যারা এতদিন অন্যায় করেছে অবশ্যই আইনের মাধ্যমে তারা শাস্তি পাবে। আমরা নিজে থেকে কিছু করতে না যাই। একইভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদের মালিক আমরা সবাই এবং এগুলোর নিরপত্তার দায়িত্বও আমাদের। তাই, সবার কাছে অনুরোধ কেউ যেন কোনো ধ্বংসাত্মক কাজে জড়িত না হই এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে থাকি।’