এক লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারবেন না। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।
গতকাল বুধবার রাতে এক জরুরি বার্তার টাকা উত্তোলনের বিষয়ে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।
এ বিষয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার পরিবর্তনের পর নগদ লেনদেনে ঝুঁকি বাড়ছে। তাই নিরাপত্তার স্বার্থে শুধু আজকের জন্য ব্যাংক থেকে নগদ সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।’
মেজবাউল আরও বলেন, ‘সব ঠিক থাকলে আগামী রোববার থেকে ফের আগের নিয়মে লেনদেন করা যাবে।’