অন্তর্বর্তী সরকারের শপথ রাতে, প্রস্তুত ২১ গাড়ি
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের শপথ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯ টায়। এজন্য চিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে প্রস্তুত রয়েছে ২১টি গাড়ি।
ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে জানা গেছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে ২১টি গাড়ি। এর একটি বিএমডব্লিউ গাড়ি৷ বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ।