ক্রিকেট বোর্ডে মাশরাফীর সম্ভাবনা কতটুকু?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবির একটি সূত্র গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এটি। এর মাধ্যমে ক্রিকেট বোর্ডে পাপনের দীর্ঘ এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। তার বিদায়ের খবরে অনিশ্চিত হয়ে পড়েছে বিসিবির সভাপতির পদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ নেই নাজমুল হাসানের। বিসিবির অন্তর্বর্তী প্রধান কে হবেন, তা নিয়ে এখন থেকেই চলছে কানাঘুঁষা। বাতাসে ভাসছে নানা নাম। কিছুদিন আগেও জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময়টায় নির্বিকার থেকে সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারান।
এই ঘটনার আগে পাপনের বিকল্প হিসেবে মাশরাফীকে দেখতেন অনেকেই। বিভিন্ন মহলে একাধিকবার শোনা গেছে তার নাম। পাপনের চলে যাওয়ার সময়টায় ফের উঠেছে গুঞ্জন। মাশরাফী নিজেই জানালেন, ক্রিকেটের বড় পদে থাকতে চান না তিনি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘আমি যখন সংসদ সদস্য ছিলাম, আপনারা খেলা বাদে আমাকে কখনও ক্রিকেট বোর্ডে দেখেননি। আমি যেখানে ছিলাম সেখান থেকে অনেক ওপরের জায়গায় গিয়ে বলতে পারতাম, আমি ক্রিকেটের এই পদে থাকতে চাই। তখন বলিনি। গণমাধ্যমকেও অনেকবার বলেছি, আমি খেলা ছাড়া ক্রিকেটের ধারেকাছেও নেই। যখন আমার দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল বিভিন্ন জায়গায় বলে, তখন তো নেইনি। এখন যদি এই পরিস্থিতিতে বলতে হয় তাহলে বলব, ক্রিকেটের সঙ্গে কাজ করার দাবি করতে পারি না আমি। এর জন্য আমি যোগ্যও নই। ‘