বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি : মিঠুন
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য। এ ঘটনায় বিচারের দাবিতে পথে নেমেছেন আমজনতা থেকে শুরু করে টলিউডের শিল্পী-কলাকুশলীরা। সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় শুভশ্রী, শ্রাবন্তী, আবির ও অঙ্কুশদের।
এ ঘটনায় অবশেষে নীরবতা ভাঙলেন ‘মহাগুরু’। আরজি করকাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানালেন মিঠুন চক্রবর্তী। আরজি কর নিয়ে এক ভিডিও বার্তায় মিঠুন বলেন, ‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
পাশাপাশি নিহত নারী চিকিৎসকের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘ওর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সব থেকে বড় চাওয়া হল যাঁরা এটার সঙ্গে যুক্ত তাঁদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। শাস্তি দেওয়া হোক।’
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় মৌমিতা দেবনাথ নামে এক নারী চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ।