জুবায়েরের ঘূর্ণিতে মাশরাফিদের ব্যাটিং বিপর্যয়
গত বছর জাতীয় দলের অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেলেও ঘরোয়া ক্রিকেটে শুরুটা ভালোভাবে করতে পারলেন না মাশরাফি বিন মুর্তজা। আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মাশরাফির দল কলাবাগান ক্রীড়াচক্র। লেগস্পিনার জুবায়ের হোসেনের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ১৪০ রানেই গুটিয়ে গেছে কলাবাগানের ইনিংস।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই আকর্ষণীয় এক লড়াইয়ের হাতছানি ছিল ক্রিকেটপ্রেমীদের সামনে। তামিম ইকবালের নেতৃত্বাধীন আবাহনীর মুখোমুখি হয়েছিল মাশরাফির কলাবাগান। কিন্তু টস জিতে ব্যাট করতে নেমে মাশরাফিরা পড়েছেন ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৩৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়ে কলাবাগানকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন জুবায়ের। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস এসেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। ৩৭ রান করেছেন তাসামুল হক। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ৪১ রানের জুটি। ইনিংসের ১৬তম ওভারে মাসাকাদজা আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মাশরাফির দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কলাবাগান ব্যাটিং করতে পেরেছে মাত্র ৩৩.১ ওভার। গুটিয়ে গেছে মাত্র ১৪০ রানে।
নয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক মাশরাফি করতে পেরেছেন মাত্র ১ রান। ১০ নম্বরে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক করেছেন ১২ রান। ১৬ রানের ইনিংস এসেছে কলাবাগানের তরুণ ওপেনার জসিমুদ্দিনের ব্যাট থেকে।
৯.১ ওভার বল করে মাত্র ৩৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন জুবায়ের। দুটি উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীব। একটি করে উইকেট গেছে আবাহনীর দুই পেসার তাসকিন আহমেদ ও আবুল হাসানের ঝুলিতে।