পতনে সূচক, ১৬ মিনিটে লেনদেন শত কোটি
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) শুরুর প্রথম ১৬ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ১৬ মিনিটে লেনদেন হয়েছে শত কোটি টাকার শেয়ার। উল্লেখিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮৬ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুর প্রথম ১৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৪৫ পয়েন্ট। এ সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ৫৬১ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ দশমিক ৬২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৮ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির, কমেছে ২৭২টির বা ৮৫ দশমিক ৫৩ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।
উল্লেখিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে জেএমআই হাসপাতালের শেয়ার। লেনদেন করেছে ২২ কোটি ৭৯ লাখ টাকা। এ ছাড়া ইউসিবির ১০ কোটি সাত লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৯ কোটি ছয় লাখ টাকা, গ্রামীনফোনের পাঁচ কোটি ৬৩ লাখ টাকা, ম্যারিকোর পাঁচ কোটি ৪৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৩৭ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর চার কোটি পাঁচ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকের চার কোটি এক লাখ টাকা, সোনালী আঁশের এক কোটি ৫৯ লাখ টাকা এবং অলিম্পিকের এক কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।