সূচক কমলেও লেনদেন বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৭ আগস্ট)। এদিন কমেছে মূলধনের পরিমাণ। গত কর্মদিবস রোববারের তুলনায় আজ মঙ্গলবার লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ২৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৫৫৮ কোটি তিন লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ৪১১ কোটি ৪৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৬৬১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৮৫ দশমিক ৭৭ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭০০ দশমিক ৫৮ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭ দশমিক ৪৬ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির ও কমেছে ২৩১টির বা ৫৮ দশমিক ৪৮ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে অলিম্পিকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৮৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।