জুমার খুতবার আগে আজান কোন জায়গা থেকে দেবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৪১তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জুমার খুতবার আগের আজান কোন জায়গা থেকে দেবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
জুমার দিন খুতবার পূর্বে আজান দেন ঈমাম সাহেব। আমার প্রশ্ন হলো, জুমার খুতবার আগের আজান কোথা থেকে দেবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। সুন্নাহ মোতাবেক জুমার খুতবার আগে যে আজানটা দেবেন ঈমাম সাহেবের সেটা মসজিদের দুয়ার থেকে দেওয়ার নিয়ম। কিন্তু মসজিদের দরজার সামনে যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে যেখানে ব্যবস্থা থাকবে সেখান থেকে দেবেন। আজানের সুন্নাহ এই নয় যে, খতিবের সামনে থেকে দিতে হবে! এটি খুতবার আজান নয়। খুতবার কোনো আজান নেই। আজান হলো সালাতের জন্য মানুষকে আহ্বান করা। আগের দিনে মসজিদের সামনে থেকেই দিতে হতো। এখন যেহেতু মাইক এসেছে তাই বেশি মানুষকে জানানোর জন্য মাইকে দেওয়া হতো। মাইকের আগে মিনার থেকে দিতো। যাতে আজান বেশিদূর যায়। এখন যেহেতু মাইক্রোফোনে দেওয়া যায় সেহেতু মসজিদের যেখানে মাইক্রোফোনের ব্যবস্থা থাকবে সেখান থেকেই দিতে হবে। কারণ আজানের মূল উদ্দেশ্যই হলো মানুষকে সালাতের আহ্বান জানানো।