শাস্তি পেলেন উরুগুয়ের ১১ ফুটবলার
কোপা আমেরিকার পর্দা নেমেছে গত জুলাইয়ে। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। সেই ঘটনার প্রায় দেড় মাস পর শাস্তি পেলেন উরুগুয়ের ১১ ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
তদন্ত শেষে গতকাল বুধবার (২৮ আগস্ট) উরুগুয়ের ফুটবলারদের শাস্তির বিষয়টি জানায় কনমেবল। কনমেবলের বিবৃতি অনুযায়ী, উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেজকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য চার খেলোয়াড়কেও নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল।
নুনেজের পর উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্টাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন তিন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া জিমিনেজ। চারজনকে জরিমানা করা হয়েছে ১২ থেকে ১৬ হাজার ডলারের মধ্যে। বেন্টাঙ্কুরকে দিতে হচ্ছে ১৬ হাজার ডলার শুধু জরিমানা করা হয়েছে অন্য ছয় খেলোয়াড়কে।
আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচ আছে উরুগুয়ের। এসব ম্যাচে কয়েকজন তারকা ফুটবলারকে পাবেন না কোচ মার্সেলো বিয়েলসা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে চারটি জিতে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।