সই জানেন না হাজি সেলিম, দিলেন টিপসই
আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন। এদিন বিকেল ৩টা ৩৫ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।
এ সময় ওকালতনামায় (মামলা পরিচালনার ক্ষমতাপত্র) আইনজীবী প্রাণগোপাল নাথ সই নিতে চাইলে তিনি সই করতে পারেন না বলে জানান। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা (মামলা পরিচালনার ক্ষমতাপত্র) দাখিল করেন আইনজীবী প্রাণগোপাল নাথ।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে এ আবেদন করেন পুলিশ।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করে।
মামলার নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।