ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার মেয়ের সাবেক শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর ১নং আমলি আদালতে জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজ বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি সরাসরি এফআইআর করার নির্দেশ প্রদান করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৬ মার্চ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার সময় দুই থেকে তিনশজন নেতাকর্মীর ওপর তৎকালীন মন্ত্রী মোশাররফ হোসেনের নির্দেশে হামলা করা হয়। মামলার ২নং আসামি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের হুকুমে আসামিরা এলাকায় আক্রমণাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। পরে ৩নং আসামি শহর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভীর নেতৃত্বে এই হামলা পরিচালিত হয়।
তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের ওপর হত্যার চেষ্টায় এই হামলা করা হয়।
আদালতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল মামলার বাদী ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজসহ বিপুল নেতাকর্মীরা ছিলেন।