চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সুয়ারেজের
লুইস সুয়ারেজ—উরুগুয়ের সমৃদ্ধ ফুটবল ইতিহাসের সঙ্গে যার নাম ওতেপ্রতভাবে জড়িয়ে। বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেটাতে না পারলেও সুয়ারেজের ক্যারিয়ারকে রঙিনই বলা চলে। আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই তারকা ফুটবলার। নিজের বিদায়ের ঘোষণা দিতে গিয়ে অশ্রু ধরে রাখতে পারেননি এই ইন্টার মায়ামি তারকা।
প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের জার্সিতে মাঠে নামবেন সুয়ারেজ। এর আগে গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) অবসর নেওয়ার সময় সুয়ারেজ বলেন, ‘আসলে অবসর নেওয়ার সঠিক সময়টা জানা যে কারও জন্য গর্বের। সৌভাগ্যবশত আমি সেই আত্নবিশ্বাস নিয়েই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করতে যাচ্ছি। আমার বয়স এখন যেহেতু ৩৭, তাই পরবর্তী বিশ্বকাপ খেলা আমার জন্য বেশ কঠিন। আমার জন্য ভালোলাগার বিষয় হলো, আমি চোট কিংবা দলে ডাক না পেয়ে অবসরে যাচ্ছি না।’
উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৪২ ম্যাচে ৬৯টি গোল করেছেন সুয়ারেজ। জাতীয় দলের অর্জন নিয়ে সাবেক এই বার্সা তারকা বলেন, ‘আমি অনেক ভাগ্যবান যে ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি। তবে, কোপা আমেরিকার শিরোপা জয়ের মতো দারুণ কিছু হতে পারেনা। ২০১১ সালে শিরোপা জয় আমার জন্য বেশি স্মরণীয়।’
উল্লেখ্য, ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। ওই ম্যাচে কলম্বিয়াকে তারা ৩-১ গোলে হারিয়েছিল। এরপর থেকে উরুগুয়ের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান সুয়ারেজ। জাতীয় দলের হয়ে তিনি চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকায় খেলেছেন। ২০১১ সালে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। সেটাই তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন।