সমর্থকদের সতর্ক করল আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে সমর্থকদের সতর্ক করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোপা আমেরিকায় আর্জেন্টাইন সমর্থকরা আক্রমণাত্মক ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার কারণে বেশ সমালোচনার মুখে পড়ে আলবিসেলেস্তারা। তাদের এ ধরনের আচরণ পরবর্তী খেলায় আর্জেন্টিনা দলের জন্য নিষেধাজ্ঞা বয়ে আনতে পারে।
আর সেই দিকটি বিবেচনায় নিয়ে স্টেডিয়ামে আক্রমণাত্মক বা বৈষম্যমূলক শ্লোগান ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের খেলা দেখতে হলে এখন থেকে বেশ সতর্ক থাকতে হবে আর্জেন্টিনার দর্শকদের।
চিলির বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচকে ঘিরেই মূলত বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার। বার্তায় দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এএফএ বলেছে, ‘যদি কোনো ধরনের আপত্তিকর অথবা বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া হয়, তাহলে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা।’
আগামী মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে নির্ভার হয়ে খেলতে নামবে আলবিসেলেস্তেরা। কেননা ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষস্থানে রয়েছে তারা। এই ম্যাচে যদি সমর্থকরা কোনো রকম বৈষম্যমূলক স্লোগান প্রদান করে তাহলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারে আলবিসেলেস্তারা।
উল্লেখ্য, গত জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। জয়ের পর উদযাপনের এক পর্যায়ে আফ্রিকান খেলোয়াড়দের নিয়ে দর্শকদের সামনে এক গান পরিবেশন করে মেসি-মার্টিনেজরা। এই গানটি এর পূর্বে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল জয়ের পর গেয়েছিল চ্যাম্পিয়ানরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গানের একটি ভিডিও শেয়ার দিয়ে বিপাকে পড়েছেন ফার্নান্দেজ ও আর্জেন্টিনা দল। বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে পৌঁছে যায়।