‘সরকার জোর করলে রক্ত দেবে বাঁশখালীর মানুষ’
পরিবেশের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প বাঁশখালীতে করতে দেওয়া হবে না। সরকার জোর করলে বাঁশখালীর শত শত নাগরিক রক্ত দেবে।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী রহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাঁশখালী বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির সমন্বয়কারী লিয়াকত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঁশখালী থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্র সরিয়ে নেওয়ার দাবিতে আগামী মঙ্গলবার গণ্ডামারায় সমাবেশ করবে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি।
সংবাদ সম্মেলনে লিয়াকত আলী বলেন, ‘পরিবেশের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প বাশঁখালীতে করতে দেওয়া হবে না। সরকার জোর করতে চাইলে পুলিশের গুলিতে নিহত চারজনের পথ ধরে বাঁশখালীর শত শত নাগরিক রক্ত দেবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলামের ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ সংগঠনটি প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থরক্ষায় কাজ করছে।
প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরের উপকূলবর্তী গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে এস আলম গ্রুপ। প্রকল্প নির্মাণের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আগে থেকেই প্রকল্পকাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে গত ৪ এপ্রিল সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়।