ডিএসই : এক ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা, সূচক উত্থানে
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল ৩৮ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৬৪১ পয়েন্টে। পরে সেই সূচক পতন থেকে উত্থান ফিরে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে সূচক ডিএসইএক্স চার দশমিক ৯১ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৮৪ দশমিক ২২ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৪ দশমিক ১৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৩ দশমিক ৮৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৮টির বা ৫১ দশমিক ৮৩ শতাংশ, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। লেনদেন করেছে ৯ কোটি এক লাখ টাকা। এ ছাড়া এমজেএল বাংলাদেশর আট কোটি ৫২ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ছয় কোটি ৩০ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ছয় কোটি ১২ লাখ টাকা, লিবরা ইনফিউশনের পাঁচ কোটি ২৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ৯৮ লাখ টাকা, ইবনে সিনার চার কোটি ৬৫ লাখ টাকা, আইএফআইসির ব্যাংকের চার কোটি ৩৬ লাখ টাকা, ফার্মা এইডসের তিন কোটি ৬৪ লাখ টাকা ও ব্র্যাক ব্যাংকের তিন কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।