শঙ্কায় শফিক রেহমানের স্ত্রী
সাংবাদিক শফিক রেহমানকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জোরপূর্বক কথা আদায় করা হতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁর স্ত্রী তালেয়া রেহমান। তিনি বলেছেন, শফিক রেহমান গুরুতর অসুস্থ। রিমান্ডের নামে নির্যাতনের ফলে তাঁর জীবনহানি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তালেয়া রেহমান এ আশঙ্কা প্রকাশ করেন।
urgentPhoto
তালেয়া রেহমান লিখিত বক্তব্যে বলেন, ‘সজীব ওয়াজেদ জয় এবং তাঁর মা মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ যেভাবে শফিক রেহমান সম্পর্কে একপেশে অসত্য ও বিকৃত তথ্য উত্থাপন করছেন তাতে আমি অত্যন্ত শঙ্কিত, যে এই মামলার তদন্তকাজ সঠিক পথে এগোবে কি না এবং আমরা ন্যায়বিচার পাব কি না।’
তালেয়া রেহমান আরো বলেন, ‘আমি আরো বেশি শঙ্কিত যে, তাদের (জয় ও প্রধানমন্ত্রী) বক্তব্য সত্য প্রমাণের জন্য শফিক রেহমানের মুখ দিয়ে বলাতে রিমান্ডে দ্বিতীয় দফায় তাঁর ওপর আরো অধিক অমানবিক নির্যাতন করা হবে কি না?’
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত শফিক রেহমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।
পুলিশ জানায়, সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাময়িকী ‘মৌচাকে ঢিল’-এর সম্পাদক ও ‘দৈনিক যায়যায়দিন’-এর সাবেক সম্পাদক শফিক রেহমানের বয়স ৮১ বছর।
পাঁচদিনের রিমান্ড শেষে গত ২২ এপ্রিল দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে শফিক রেহমানকে হাজির করে আরো সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।