আপনার জিজ্ঞাসা
সালাতের শেষ বৈঠকে আঙুলে তাকানো কি বাধত্যমূলক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫১তম পর্বে টেলিফোনের মাধ্যমে বুলবুল নামের একজন জানতে চেয়েছেন, সালাতের শেষ বৈঠকে উঁচু করা আঙুলে তাকানো কি বাধত্যমূলক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সালাতের শেষ বৈঠকে উঁচু করা আঙুলের দিকে তাকানো কি বাধত্যমূলক?
উত্তর : না, আঙুলের দিকে তাকানো শর্ত নয়। ব্যক্তির দৃষ্টি আঙুলের সীমার মধ্যে থাকবে। আঙুল অতিক্রম করে যাবে না। তাই আঙুলে তাকিয়ে থাকাটা বাধ্যতামূলক নয়। দৃষ্টিটাকে সীমাবদ্ধ করার জন্য এটা করা হয়েছে। তাই দৃষ্টি আঙুলের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। এটাই সুস্পষ্ট নিয়ম।