আনচেলত্তির মাইলফলকের রাতে মাদ্রিদের স্বস্তি
অসংখ্য কোচ এসেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে। সফল হয়েছেন অনেকে, ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। দলটি রিয়াল মাদ্রিদ বলেই ডাগআউটে যারা দাঁড়ান তাদের ওপর থাকে প্রত্যাশার প্রবল চাপ। মাদ্রিদের কাছে সাফল্যই যে শেষ কথা। ইউরোপিয়ান ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ক্লাবকে কোচিং করানো যেমন স্বপ্ন থাকে বাঘা বাঘা কোচদের, তেমনি থাকে চাপ।
সেসব চাপ সামলে মাদ্রিদের ডাগআউটে নিজেকে কিংবদন্তি হিসেবে পরিণত করেছেন কার্লো আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান রেকর্ড গড়েছেন আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে। এ দিন লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তিন গোলে এগিয়ে গিয়েও হারের শঙ্কা চেপে ধরে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।
মাদ্রিদের কোচ হিসেবে এটি ছিল আনচেলত্তির ৩০০তম ম্যাচ। মাত্র দ্বিতীয় কোচ হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। তার আগে স্প্যানিশ ক্লাবটিকে সর্বোচ্চ ৬০৫ ম্যাচে কোচিং করিয়েছেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ। মাদ্রিদে সবচেয়ে বেশি ১৪টি শিরোপাও এসেছে মুনোজের হাত ধরে। মুনোজের অর্ধেক ম্যাচে দায়িত্ব নিয়েই অবশ্য শিরোপায় তাকে ছুঁয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
এমন ম্যাচে মাদ্রিদের পক্ষে গোল করেন লুকাস ভাসকুয়েজ, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। আনচেলত্তির পাশাপাশি ভাসকুয়েজের জন্যেও ম্যাচটি ছিল বিশেষ। ম্যাচটি ছিল মাদ্রিদের জার্সিতে লা লিগায় তার ২৫০তম ম্যাচ। বিশেষ এই দিনে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামেন ভাসকুয়েজ।
লা লিগায় সাত ম্যাচ শেষে পাঁচ জয় ও দুই ড্রয়ে মাদ্রিদের পয়েন্ট ১৭। তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।