নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে মাঠে থাকতে পারবে না কোনো বার্সেলোনা সমর্থক। ক্লাবের সমর্থকদের এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। পাশাপাশি স্প্যানিশ ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়ায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির বিপক্ষে।
এএফপিতে প্রকাশিত আজ শুক্রবারের (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদন অনুসারে, গত ১৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বর্ণবাদী আচরণ করেছে বার্সা ভক্তরা। যা উয়েফার আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ফলে, এই টুর্নামেন্টে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নিজেদের দর্শক ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে।
ম্যাচটিতে মোনাকোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। মোনাকোর মাঠে তাদের কাছে ২-১ গোলের হার দিয়ে শুরু হয় পাঁচবারের শিরোপাজয়ীদের আসর। বার্সার পরবর্তী অ্যাওয়ে ম্যাচ আগামী ৬ নভেম্বর। সার্বিয়ান ক্লাব ক্রাভেনা জাভেৎসার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সার্বিয়ার বেলগ্রেডে।
বর্ণবাদী আচরণের জন্য গত মৌসুমেও জরিমানা গুনতে হয়েছিল বার্সেলোনাকে। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির মাঠে বার্সা সমর্থকরা বর্ণবাদী আচরণ করায় ক্লাবকে গুনতে হয় ২৫ হাজার ইউরো জরিমানা। এবার জরিমানার পাশাপাশি মাঠে প্রবেশেও দেওয়া হলো নিষেধাজ্ঞা।