বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ
সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকলেও, এখন তা কেটে গেছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। মিরপুরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২১-২৫ অক্টোবর। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর-০২ নভেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ৩ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে প্রোটিয়াদের।
এই দুই টেস্টের সিরিজ সামনে কদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসেন চার সদস্যের পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। মূলত তাদের গ্রিন সিগনালের পরই দল পাঠাতে রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরাপত্তা ব্যবস্থা থাকবে অন্যান্য আন্তর্জাতিক সিরিজের মতোই। তাতে বাড়তি কিছু যোগ হচ্ছে না বলেই জানা গেছে।