সুন্দরবনে আগুন, আবারও তদন্ত কমিটি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতুলি এলাকায় আজ বুধবার বিকেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন পুরোপুরি নেভাতে বুধবার সারা রাত লেগে যাবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে পুড়ে গেছে বনের প্রায় এক একর ভূমির গাছপালা। বন বিভাগ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী সাতদিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেনকে। কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান।
সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুবাড়িয়ার খাল থেকে প্রায় দুই হাজার ফুট পশ্চিমে তুলাতলি এলাকার গহীন বনের বলা বাগানে ধোয়া দেখতে পান বন প্রহরীরা। খবর পেয়ে বিকেলে বন বিভাগের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার লাইন কাটতে শুরু করেন। ফায়ার লাইন কাটার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পানি দিচ্ছেন যাতে আগুন আশপাশে ছড়িয়ে না পড়ে।
এদিকে সুন্দরবনে বার বার আগুন লাগার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, গত এক মাসে সুন্দরবনে চারবার আগুন লাগার ঘটনা প্রমাণ করছে যে আমরা এবং সংশ্লিষ্টরা সুন্দরবন সুরক্ষায় আন্তরিক নই। সুন্দরবনে শুধু অগ্নিকাণ্ডই নয়, প্রতিনিয়ত বিষ দিয়ে মাছ ধরা, বাঘ-হরিণ শিকার, গাছ পাচারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে যা দৃশ্যমান না বলেই মিডিয়াতে আসছে না। যা সর্ম্পূণভাবে গোপন থাকছে। আর আগুন লাগার বিষয়টি দৃশ্যমান হওয়ায় বার বার এটি মিডিয়াতে আসার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, ‘সুন্দরবন রক্ষার স্বার্থের বনে অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন। কারণ বনজুড়ে যা হচ্ছে সবই অবৈধ, বেআইনি ও পরিকল্পিত। তাই এই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় এখন থেকেই আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসা এবং কাজ করা প্রয়োজন বলে আমি মনে করছি। সুন্দরবন সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি।’
এ নিয়ে গত এক মাসে চারবার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।