২০ কোম্পানির দখলে ৪৭ শতাংশ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (৬ অক্টোবর) লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ২০ কোম্পানিতে লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৭০ লাখ টাকা। এই ২০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৭ দশমিক ৪৫ শতাংশ।
অপরদিক আজ ডিএসইতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ কমেছে পাঁচ হাজার ৪৮৫ কোটি টাকা। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ১৪ কোটি ৯৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৩৩ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১১ কোটি ৫৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১০ কোটি ৮৬ লাখ টাকা, লাফার্জ-হোলসিমের ৯ কোটি ৬৩ লাখ টাকা, গ্রামীণফোনের ৯ কোটি ১৯ লাখ টাকা, ইবনে সিনার আট কোটি ৯৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৬৩ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের সাত কোটি ৫২ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কোটি ১৩ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ছয় কোটি ৬৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ছয় কোটি ২৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ছয় লাখ টাকা, আফতাব অটোর পাঁচ কোটি ৩৮ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পাঁচ কোটি ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার চার কোটি ৯১ লাখ টাকা, এডিএন টেলিকমের চার কোটি ৭৪ লাখ টাকা, সোনালী আঁশের চার কোটি ৪৮ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের চার কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ রোববার পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ৬৩০ কোটি ২৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৮ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৪ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩০ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯০ দশমিক ৮৬ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮০টির ও কমেছে ১৫৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৬টির। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।