‘শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যাত্তোর পুনর্বাসনেও অংশ নেবে বিএনপি’
বিএনপির নেতাকর্মীরা শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যাত্তোর পুনর্বাসনেও অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বন্যাদুর্গত শেরপুরে দুই উপজেলা ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি। এ সময় উওস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল মাহমুদ টুকু।
ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে ত্রাণ কার্যক্রম চালানোর সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘নদীর যে শাসন ও প্রাকৃতিক প্রবাহ, তা আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী উজাল ও ভাটির উভয় দেশকেই মেনে চলতে হবে। সেই সঙ্গে নদী শাসন এবং পরবর্তী সময়ে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার যদি সামগ্রিক চেষ্টা থাকে, তাহলেই নদীর পানিপ্রবাহ রক্ষা করা সম্ভব হবে।’
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যাত্তোর পুনর্বাসনেও বিএনপির নেতাকর্মীরা অংশ নেবে। যতদিন বন্যা শেষ না হয় ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।’
এই ত্রাণ বিতরণ কার্যক্রমে বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।