লোকসানে পড়ায় তাল্লু স্পিনিং লভ্যাংশ দেবে না
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং মিলস লোকসানে পড়ায় সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরে আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন করেছে। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা ৬২ পয়সা। আগের সমাপ্ত হিসাব ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল দুই টাকা ৯০ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২১ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৮ টাকা ৮৩ পয়সা। ঘোষিত নো লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২০ নভেম্বর, বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।